Types of Stroke
স্ট্রোকের প্রকার
স্ট্রোক তিন রকমের হয়:এমবোলিক(embolic),থ্রমবোটিক(thrombotic),আর হেমোরেজিক(hemorrhagic).
- Embolic Stroke
ধমনীরোধী রক্তপিন্ড জনিত স্ট্রোক
এই জাতীয় স্ট্রোকে, হয় হার্ট থেকে না হয় আর্টেরিয়ল ফ্যাটি ডিপোজিট থেকে বাহিতরক্ত মস্তিষ্কের একটা ছোট্ ধমনী ব্লক করে দেয়।
- Thrombotic Stroke
থ্রমবোটিকস্ট্রোক
এই জাতীয় স্ট্রোকে, কোন বড় স্থানীয় ফ্যাটি ডিপোজিট ও ক্লোরোস্টল দ্বারা তৈরী আর্টেরিয়ল প্লেক ধমনী ব্লক হওয়ার জন্য রক্তপ্রবাহেবাধার সৃষ্টি করে।যার জন্য মস্তিষ্কের অংশ পরিমিত অক্সিজেন পায়না ও প্রভাবিত কোষ নষ্ট হয়ে যায়। এই জাতীয় স্ট্রোকে রক্তের জমাট হয় বলে একে থ্রমবোটিক(thrombotic)স্ট্রোক বলে।
- Hemorrhagic Stroke
হেমোরেজিকস্ট্রোক
এই জাতীয় স্ট্রোকে হয় মস্তিষ্কে রক্তনালী(blood vessels) বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে cerebral hemorrhage ঘটায়। যদিও মূলতঃ দুটো কারণে(১) উচ্চ রক্তচাপ ও (২) cerebral aneurysm এই রোগের জ্ন্য দায়ী। Aneurysm এ blood vessel এর একটা দুর্বল অংশ বেলুনের মত ফুলে যায়। সাধারণত জন্মানোর সময় এই aneurysm থাকে যেটা পরে আরও বেড়ে যায়।রক্তনালী আকারে বড় হলে বা ফেটে গেলে নির্ধারণযোগ্য ব্যবহারের ও চলাফেরার সমস্যা হয়।
Thrombotic Stroke ani
Hemorrhagic Stroke ani

