Transient Ischemic Attack
ট্রানসিএন্টইস্কিমিকঅট্যাক
ধমনী ব্লক হয়ে অল্প সময়ের জন্য মস্তিষ্কে রক্তপ্রবাহের বাধাকে ট্রানসিএন্টইস্কিমিকএ্যাট্যাক(Transient Ischemic Attack; TIA) বলে । এরকম হলে যে সমস্ত লক্ষণ দেখা যায় সে গুলো হল: অসাড় ভাব, কথা বলায় অসুবিধা, শরীরের ভারসাম্য না থাকা ও দৃষ্টিশক্তি কমে যাওয়া ইত্যাদি। যদিও এই লক্ষণ গুলো ১০ -১৫ (10-15)মিনিটে চলে যায় তবুও TIA কে অবহেলা করা উচিত নয় । কেননা TIA বড় আকারের স্ট্রোকের সতর্ক বাণী । ৪০- ৫০% (40-50%) TIA রোগী কিছু দিনের মধ্যে বা ছমাসের মধ্যে বড় ধরণের স্ট্রোকের শিকার হতে পারেন । সেজন্য major attack হবার আগে TIA এর চিকিৎসা করা দরকার ।

