Symptoms of dysphagia
Dysphagia এর symptom
- খাবার খাওয়া বা জল খাবার সময় কাশি হওয়া
- শক্ত কোন খাবার চিবিয়ে খেতে অসুবিধা
- মুখে খাবার আটকে যাওয়ার অনুভূতি
- গিলে খাবার পর মুখর ভিতরে খাবারের অংশ থেকে যাওয়া
- লালা পড়া
- গলা ধরা আওয়াজে কথা বলা
- অনেকক্ষণ ধরে চিবান বা অসম্পুর্ন চিবান
- ঘনঘন গলা পরিষ্কার করা
- ঘনঘন নিমোনিয়া বা উপরের শ্বাসনালীতে infection – এই দুটো প্রধান symptom, silent aspiration এ দেখা যায়
যদি আপনার প্রিয়জন মস্তিষ্কের আঘাতের পর খেতে গিয়ে উপরে লেখা কোন symptom অনুভব করেন, তখন অবশ্যই swallowing মূল্যায়ন করান উচিত।

