যৌনতা ও স্ট্রোক (Sexuality and Stroke)
স্ট্রোক ও বাকরোধের পুনর্বাসন প্রক্রিয়ার সময় যৌনতা ও গর্ভাবস্থা সম্বন্ধীয় আলোচনা সাধারণতঃ হয় না। স্ট্রোকের পূর্বে যারা যৌনসক্রিয়, স্ট্রোকের পরেও তাদের ওই প্রবৃত্তি বজায় থাকে । কিন্তু পক্ষাঘাত হলে এবং অনুভূতির হ্রাস পেলে যৌনক্রিয়ার আসনগুলির সমন্বয় ও অধিক ধৈর্যের প্রয়োজন হয় । স্ট্রোকগ্রস্ত হয়ে যাওয়ার পর রোগীরা শারীরিক সান্নিধ্যের ব্যাপারে গুরুত্ব দিতে পারে না যার কারণ (১) অবসাদ, (২) ঔষধ গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া, (৩) চিন্তা গ্রস্ত আত্মপ্রতিবিম্ব, (৪) শারীরিক সীমাবদ্ধতা ইত্যাদি ।
যদি কোন গর্ভধারিনী মহিলার স্ট্রোক হয়, তার প্রসবদানের ক্ষমতায় কোন ব্যাঘাত পড়েনা । যদিও গর্ভধারনের পূর্বে এবং শিশুজন্মের পরে প্রয়োজনীয় সতর্কতার ও সাবধানতার সম্বন্ধে চিন্তা ভাবনা করা দরকার । গর্ভধারন ও শিশুপ্রসবের পরে সাবধানতা গ্রহণ করার সম্বন্ধে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, কারণ গর্ভধারনে অনেক সময় কিছু মহিলাদের ক্ষেত্রে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে ।
স্ট্রোকগ্রস্ত প্রসূতিদের ক্ষেত্রে মা এবং হবু শিশুর স্ব্যস্থ্যের জন্য জটিল সমস্যা দেখা দিতে পারে । এই সব ক্ষেত্রে রোগীর পরিবার সঙ্গেসঙ্গে হাসপাতালের সাথে যোগাযোগ করা উচিত যেখানে স্নায়ুরোগ (neurology) জড়িত ও নবজাতক শিশু (neonatal) সংক্রান্ত পরিষেবার ব্যবস্থা আছে ।

