How can you help a person with Aphasia and Stroke?
স্ট্রোক (Stroke) ওবাকরোধ (aphasia)দ্বারা আক্রান্ত রোগীকে কী ভাবে সাহায্য করা যেতে পারে ?
রোগীর শারীরিক অসুবিধা ও যোগাযোগের ক্ষমতা হারাবার জন্য স্ট্রোক কতখানি প্রভাব ফেলে সে ব্যাপারে জ্ঞান লাভ করা দরকার। এ ব্যাপারে পড়াশুনা করে জ্ঞান লাভ করলে রোগীকে স্বাবলম্বী হতে সাহায্য করা যেতে পারে। রোগীর সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলা, কোন রকম খারাপ মন্তব্য না করা বা সমালোচনা করা থেকে বিরত থাকতে হবে। যেটা রোগীকে স্বাবলম্বী হতে ও তার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।

