What is Primary Progressive Aphasia?
Primary Progressive Aphasia (PPA) বলতে কি বোঝায় ?

কোন রোগীর ভাষার সমস্যা যদি ধীরে-ধীরে বাড়ে , তাকেই primary progressive aphasia PPA বলে । সূক্ষ্ম অবক্ষয়জাত পরিবর্তন দিয়েই PPA শুরু হয় । প্রথম দিকে , বেশীর ভাগ রোগীই স্বভাবিক ভাবে কাজ করতে পারে (মন দিয়ে শোনা, মনে রাখা, যুক্তি দিয়ে কথা বলা ও চিন্তা-ভাবনা করা) । তারা রোজকার কাজ করার শক্তি সঞ্চয় করতে পারে । PPA এর প্রথম symptom হল সাধারণ শব্দ মনে করা বা কথা বলায় ক্রমশঃ রোগীর অবস্থার অবনতি হতে থাকে , মানসিক অবস্থা খারাপের দিকে যায় ও কথা বলতে পারে না । সাধারনত ৫৫-৬৫ বছরের কম বয়সের লোকেদের মধ্যে PPA দেখা যায় । PPA আক্রান্ত রোগীদের নিম্নলিখিত symptom এর একটা কিংবা তার বেশী দেখা দিতে

পারে ।

  • শব্দমনেকরতেওলোকেরনামমনেকরতেঅসুবিধা
  • কথাবলাওকথাবোঝারক্ষমতাকমেযাওয়া
  • সহজলেখাবালেখাবুঝতেপারারসমস্যা

PPA এর জন্য কেবল একটা কারণ দায়ী নয় । Dementia এর মত frontal- temporal-limbic degeneration এবং Alzheimer’s disease জাতীয় মস্তিষ্কের নানারকম অস্বাভাবিকতা (abnormalities) PPA এর সঙ্গে যুক্ত থাকে ।

 

News & Events

The Family Guide (Facts about Aphasia and Stroke) has been published in Bengali and is available on request from Ratna Sagar Publishers, New Delhi.

Read More

Disclaimer

This association cannot offer any medical advice or assess any medical-neurological condition.

Read More

Site Designed by Premier Technologies