What is Primary Progressive Aphasia?
Primary Progressive Aphasia (PPA) বলতে কি বোঝায় ?
কোন রোগীর ভাষার সমস্যা যদি ধীরে-ধীরে বাড়ে , তাকেই primary progressive aphasia PPA বলে । সূক্ষ্ম অবক্ষয়জাত পরিবর্তন দিয়েই PPA শুরু হয় । প্রথম দিকে , বেশীর ভাগ রোগীই স্বভাবিক ভাবে কাজ করতে পারে (মন দিয়ে শোনা, মনে রাখা, যুক্তি দিয়ে কথা বলা ও চিন্তা-ভাবনা করা) । তারা রোজকার কাজ করার শক্তি সঞ্চয় করতে পারে । PPA এর প্রথম symptom হল সাধারণ শব্দ মনে করা বা কথা বলায় ক্রমশঃ রোগীর অবস্থার অবনতি হতে থাকে , মানসিক অবস্থা খারাপের দিকে যায় ও কথা বলতে পারে না । সাধারনত ৫৫-৬৫ বছরের কম বয়সের লোকেদের মধ্যে PPA দেখা যায় । PPA আক্রান্ত রোগীদের নিম্নলিখিত symptom এর একটা কিংবা তার বেশী দেখা দিতে
পারে ।
- শব্দমনেকরতেওলোকেরনামমনেকরতেঅসুবিধা
- কথাবলাওকথাবোঝারক্ষমতাকমেযাওয়া
- সহজলেখাবালেখাবুঝতেপারারসমস্যা
PPA এর জন্য কেবল একটা কারণ দায়ী নয় । Dementia এর মত frontal- temporal-limbic degeneration এবং Alzheimer’s disease জাতীয় মস্তিষ্কের নানারকম অস্বাভাবিকতা (abnormalities) PPA এর সঙ্গে যুক্ত থাকে ।

