Can a person have aphasia without a physical impairment?
শারীরিক বৈকল্য ছাড়া ও কি কারোর বাকরোধ (aphasia) হতে পারে ?
হ্যাঁ , কিছু রোগী শুধু aphasia এর শিকার হতে পারে । কিন্তু বেশীর ভাগ বাকরোধ (aphasia) রোগীদের ক্ষেত্রে শারীরিক অক্ষমতা যেমন অঙ্গ-প্রত্যঙ্গে অসাড় ভাব, hemiplegia (শারীরিক ডান বা বাম পা / হাত অসাড় হয়ে যাওয়া) স্নায়ু অনুভূতি নষ্ট হয়ে যাওয়া (ডান বা বাম দিক) এবং দৃষ্টি শক্তি হারানো ইত্যাদি দেখা দেয় ।

