Stroke Treatment
স্ট্রোকের চিকিৎসা
আজকাল স্ট্রোক চিকিৎসার অনেক উন্নতি হয়েছে । ওষুধের দ্বারা ও সার্জারী দ্বারা স্ট্রোকের চিকিৎসা জন্য । কিন্তু এই চিকিৎসার ফল নির্ভর করে স্ট্রোকে আক্রান্ত রোগীকে কত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যাবে । আসল চিকিৎসা তিন রকম : (১) tissue plasminogen activator (tPA; ওষুধ); (২) the Merci retrieval system (a device); ও (৩) the Penumbra system (a device) । tPA চিকিৎসা স্ট্রোক হওয়ার 3-6 ঘন্টার মধ্যে মস্তিষ্কের জমাটবাঁধা রক্ত গলিয়ে স্বভাবিক ভাবে রক্ত চলাচল করতে পারে । Merci system চিকিৎসায় জমাট রক্তকে আয়ত্বের মধ্যে এনে দূর করা যায় । Penumbra system চিকিৎসায় জমাটবাঁধা রক্তকে suction পদ্ধতিতে দূর করে স্বাভাবিক ভাবে রক্ত চলাচল করান যায়।

