Does aphasia affect a person's intelligence?
বাকরোধ (aphasia) কি রোগীর বু্দ্ধিমত্তার (intelligence) উপর প্রভাব ফেলে ?
না । এই রোগের রোগীর ভাষা , শব্দ বা নাম ব্যবহারে অসুবিধা হতে পারে , কিন্তু বুদ্ধিমত্তার (চিন্তা করা , স্মরন করা বা মনে করা , কোন কিছু চিনতে পারা , কারো সঙ্গে মেলামেশা করা ইত্যাদি) কোন তফাত হয় না । কেননা এই রোগের রোগীদের অন্যদের সঙ্গে কথাবার্তা বলতে (communicate) অসুবিধা হয় । অনেক সময় যে রোগীদের ভাষাজ্ঞান বেশী ক্ষতিগ্রস্ত হয় তাদের “পাগল” (mentally challenged) বলেও লোকেরা ভুল বুঝতে পারে ।

