What is a stroke?
স্ট্রোক কি ?
ধমনী শরু হয়ে গেলে , বা ব্লক হলে বা ছিঁড়ে গেলে রক্তচলাচলে বাধার সৃষ্টি হয় । একেই স্ট্রোক বলে। অক্সিজনের অভাবে মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত cell গুলো নষ্ট হয়ে যায়। এর প্রভাব হঠাৎই হয়। ও তার ফলে শরীরের কোন “অঙ্গ-paralysis” হয়, শরীরের একটা দিক sense হারায় , দৃষ্ঠিশক্তি হারায় , ঠিক ভাবে ভাষা ব্যবহার করা বা কথা বলায় অসুবিধা হয় । যে কোন বয়সের পুরূষ বা নারী , সমাজের যে কোন স্তরের লোক এই রোগের শিকার হতে পারে।

