Can people who have aphasia return to their jobs?
বাকরোধ (aphasia) রোগে আক্রান্ত রোগী কি তাদের আগের সুস্থ-অবস্থার কাজে ফিরে যেতে পারে ?
এটা নির্ভর করে কোন বিশেষ কাজের উপর । যেহেতু বেশীর ভাগ কাজে ভাষা ও শব্দ ব্যবহার করা বা কথা বলার দরকার হয় , তাই এই রকম কাজে ফিরে যাওয়া কঠিন । Mild বা moderate বাকরোধ (aphasia) এর রোগী অনেক সময় তাদের পুরোনো কাজে হয়ত ফিরতে পারে । কিন্তু যদি তাদের আগের কাজ হালকা করে দেওয়া যায় বা কাজের পরিমান কমিয়ে দেওয়া যায় তাহালে তারা কাজ করতে পারবে । এই সমস্ত রোগীর একা কাজ করার চেয়ে কোন group এ কাজ করা সহজ ।

