Aphasia and stroke Association of India
Letter to support Job Search
প্রিয় মহোশয় ,
উপরিলিখিত Association এর উৎসাহী সদস্য হিসাবে আমি চিঠির মাধ্যমে স্ট্রোক রোগীদের বা তাদের স্ত্রী / স্বামীদের উপযুক্ত চাকরী পাওয়ার ব্যাপারে আপনাদের কাছে সাহায্য চাইছি ।
স্ট্রোক সাবালকদের শারীরিক দিক থেকে অক্ষমতা সৃষ্টি করে । রোগীদের কথাবলা, পড়া লেখা ও বোঝা ই্ত্যাদিতে অসুবিধে হয় । যদি একমাত্র রোগীর আয়ে সংসার চলে, এই রোগ ভয়াবহ অবস্থার সৃষ্টি করে । অবশ্য স্ট্রোকে আক্রান্ত রোগীরা তাদের পরিবেশ ও কারণ দেখানোর ব্যাপারে সচেষ্ট থাকে । তারা নিজেরা কাজ করতে পারে ও অন্যান্য কাজে সাহায্যও করতে পারে । যতক্ষণ তাদের কোন কাজের দায়িত্ব তাদের ক্ষমতার মধ্যে বা রুটিন মাফিক কাজের জন্য দেওয়া হয় ।
যাতে আমরা বয়স্ক / handicapped / disabled লোকদের বা যাদের সাহায্যের প্রয়োজন আছে সেই সমস্ত লোকেদের যত্ন বা দেখাশোনা করি তাতে আমরা আমাদের একটা নৈতিক শক্তি ও সংস্কৃতির পরিচয় দিই ।
আমি আপনাদর কাছে আবেদন করছি স্ট্রোকের রোগীদের বা তাদের spouse (স্ত্রী / স্বামী) দের কোন উপযুক্ত চাকরির ব্যবস্থা করার জন্য ।
আপনাদের সহায়তা এই সমস্ত রোগীদের পরিবারের মর্যাদা দেওয়া ও তাদের নিজের পায়ে দাঁড়াবার মত সুযোগ করে দিতে পারবে ।
প্রীতি ও শুভেচ্ছা সহ,
ইতি
Subhash C. Bhatnagar, Ph.D. CCC-SLP
সুভাষসি. ভাটনাগর
subhash.bhatnagar@mu.edu

