Aphasia and stroke Association of India

Letter to support Job Search

প্রিয় মহোশয়  ,

উপরিলিখিত Association এর উৎসাহী সদস্য হিসাবে আমি চিঠির মাধ্যমে স্ট্রোক রোগীদের বা তাদের স্ত্রী / স্বামীদের উপযুক্ত চাকরী পাওয়ার ব্যাপারে আপনাদের কাছে সাহায্য চাইছি ।

স্ট্রোক সাবালকদের শারীরিক দিক থেকে অক্ষমতা সৃষ্টি করে । রোগীদের কথাবলা, পড়া লেখা ও বোঝা ই্ত্যাদিতে অসুবিধে হয় । যদি একমাত্র রোগীর আয়ে সংসার চলে, এই রোগ ভয়াবহ অবস্থার সৃষ্টি করে । অবশ্য স্ট্রোকে আক্রান্ত রোগীরা তাদের পরিবেশ ও কারণ দেখানোর ব্যাপারে সচেষ্ট থাকে । তারা নিজেরা কাজ করতে পারে ও অন্যান্য কাজে সাহায্যও করতে পারে । যতক্ষণ তাদের কোন কাজের দায়িত্ব তাদের ক্ষমতার মধ্যে বা রুটিন মাফিক কাজের জন্য দেওয়া হয় ।

যাতে আমরা বয়স্ক / handicapped / disabled লোকদের বা যাদের সাহায্যের প্রয়োজন আছে সেই সমস্ত লোকেদের যত্ন বা দেখাশোনা করি তাতে আমরা আমাদের একটা নৈতিক শক্তি ও সংস্কৃতির পরিচয় দিই ।

আমি আপনাদর কাছে আবেদন করছি স্ট্রোকের রোগীদের বা তাদের  spouse  (স্ত্রী / স্বামীদের কোন উপযুক্ত চাকরির ব্যবস্থা করার জন্য

আপনাদের সহায়তা এই সমস্ত রোগীদের পরিবারের মর্যাদা দেওয়া ও তাদের নিজের পায়ে দাঁড়াবার মত সুযোগ করে দিতে পারবে ।

প্রীতি ও শুভেচ্ছা সহ,

ইতি


Subhash C. Bhatnagar, Ph.D. CCC-SLP
সুভাষসি. ভাটনাগর
subhash.bhatnagar@mu.edu

 

News & Events

The Family Guide (Facts about Aphasia and Stroke) has been published in Bengali and is available on request from Ratna Sagar Publishers, New Delhi.

Read More

Disclaimer

This association cannot offer any medical advice or assess any medical-neurological condition.

Read More

Site Designed by Premier Technologies