What is aphasia?
বাকরোধ (Aphasia) কি ?
স্ট্রোক বা মস্তিষ্কের আঘাত থেকে পড়া , লেখা , কথা বলার বা বোঝার ক্ষমতা নষ্ট হয়ে যাওয়া কে বাকরোধ (Aphasia) বলে । বাকরোধ (Aphasia) এর চিকিৎসার পরে যদিও রোগী চিন্তা ভাবনা করা , যুক্তি প্রয়োগ করা বা মনে রাখার মত ভালো-ভালো কাজ করতে পারে কিন্তু কথা বলার জন্য শব্দ ব্যবহার করা , বূঝতে পারা ও পড়া বা লেখার ব্যাপারে রোগীর অসুবিধে হতে পারে ।

