Dysphagia Treatment
Dysphagia চিকিৎসা
সঠিক feeding plan নির্ধারণ হবার পর যে সমস্ত চিকিৎসা দরকার তার তালিকা নীচে দেওয়া আছে :
- রোগী বা তার শুশ্রূষাকারীকে treatment plan সম্বন্ধে শিক্ষা দেওয়া
- বিভিন্ন therapeutic পদ্ধতি যেমন oral-motor exercise (মুখের muscle এর ব্যায়াম) , oral motor sensory stimulation ও খাওয়াবার সময় মুখের অবস্থান – ইত্যাদির সঠিক প্রয়োগ করা
- বিভিন্ন রকমের খাবারের আয়তনের ও texture এর পরিবর্তন করা উচিত যাতে গিলে খেতে রোগীর সুবিধা হয় ।
- যদি গিলে খেতে কঠিন সমস্যা হয় তাহলে রোগীকে nasogastric (NG) বা gastrostomy (G) tube এর সাহায্যে খাওয়ান যেতে পারে
- NG tube নাকের ভিতর দিয়ে পাকস্থলী (stomach) পর্যন্ত ঢোকান হয় । যতখন পর্যন্ত রোগী নিজে গিলে খেতে না পারে , ততক্ষনই এই tube দিয়ে খাওয়ান উচিত ।
- গিলে খাওয়ার জন্য আরও কঠিন সমস্যা হলে G tube ব্যবহার করা উচিত । এই পদ্ধতিতে পেটের (abdomen) মধ্যে দিয়ে দরকারী খাবার সহ G tube সরাসরি পাকস্থলী পর্যন্তে ঢোকাতে হয় । গিলে খাওয়ার পদ্ধতিতে উন্নতি হলে এই tube সরিয়ে ফেলতে হবে ।

