Aphasia in Multiple Languages
বহুভাষী লোকেদের মধ্যে বাকরোধ (Aphasia) এর প্রভাব
যে রোগী একের বেশী ভাষায় কথা বলে , তাদের কাছে প্রত্যেক ভাষাতেই সমস্যা হয় । তবে ভাষা অনুযায়ী কম বেশী হয় । তাছাড়া রোগীর ভাষাগত সমস্যার উন্নতি এক রকম পদ্ধতিতে হয় না । আর ভাষা সমস্যার উন্নতির জন্য রোগীর নিজের ভাষাজ্ঞান , সামাজিক যোগাযোগ , ভাষার psychological গুরুত্ব ইত্যাদি নির্ভর করে । রোগী নিজে যে ভাষায় কথা বার্তা বলতে চায় , রোগীকে সেই ভাষাতেই কথা বলতে দেওয়া উচিত ।

