Importance of early treatment
কোন রকম দেরী না করে চিকিৎসার গুরুত্ব
স্ট্রোক হওার পরেই মস্তিষ্কের সব আক্রান্ত ধমনী নষ্ট হয়না । অক্সিজনের অভাবে infarct এর মাঝখানের কোষ গুলোর অন্তস্তল ক্ষতিগ্রস্ত হয় । এই অন্তস্তল এর আশপাশের অংশকে “ischemic penumbra” বলা হয়ে যেখানে “idle” neuron থাকে । এই কোষ গুলো নিষ্ক্রিয় থাকতে পারে কিন্তু সম্পূর্ন নষ্ট হয়না । সেগুলো কিছু কাজ করার ক্ষমতা রাখে । Collateral circulation না হলেও এরা প্রায় কুড়ি মিনিট বেঁচে থাকতে পারে আর alternate vascularization এর অল্প ক্ষমতা থাকলে ৬-৮ ঘন্টা বেঁচে থাকতে পারে । স্ট্রোক মুহূর্তগুলোর অনেক therapeutic মুল্য থাকে । কেননা এই অল্প সময়ের মধ্যে revascularization করাতে পারলে ক্ষতির পরিমান কম হয় ।
সেজন্য স্ট্রোক হলে রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া দরকার । কেননা স্ট্রোক রোগীর প্রতি যে বিশেষ যত্নের দরকার , সেটা হাসপাতালের চিকিৎসাতেই সম্ভব যাতে রোগীর অবস্থার অবনতি না হয় বা শরীরের ক্ষমতা বাড়ে ।

