Patient Safety
SUGGESTIONS FOR SAFETY IN THE HOUSE
বাড়ীর সুরক্ষার জন্য কি করা উচিত
বাড়ীর মধ্যে রোগীর সুরক্ষা ও তার নিজের থেকে নিজের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা
বাড়াবার জন্য নিম্নলিখিত পরামর্শ দেওয়া হল :
Patient’s Welfare:
রোগীর কল্যাণের জন্য :
1. দরকার পড়লে রোগীকে একটা কলিং বেল দিয়ে অন্যকে ডাকার ব্যবস্হা করা দরকার ।
2. জরূরী টেলিফোন নম্বরের একটা তালিকা ফোনের কাছে রাখা উচিত ।
3. রোগী একা থাকলে , দিনে অন্তত একবার তাকে দেখতে আসা বা ফোনে কথা বলার জন্য কাউকে ব্যবস্হা করা দরকার ।
Home Environment:
বাড়ীর পরিবেশের উন্নতির জন্য :
1. রোগী যেখানে চলা ফেরা করে , সেখানে হ্যান্ডরেল (হাতল ধরে চলা) বা অন্য কোন সাপোর্টের ব্যবস্হা করা দরকার ।
2. রোগী যাতে মাটিতে পড়ে না য়ায় , সেজন্য দরকার চৌকাঠ , কার্পেট বা অন্যান্য ফার্নিচার ঘরের মধ্যে রাখা উচিত নয় ।
3. ঘরের মধ্যে চলার জন্য রোগীকে রাবার সোলের জুতো দেওয়া উচিত যাতে রোগী যায় ।
Kitchen Environment:
রান্নাঘরের পরিবেশের উন্নতি
1. রান্নাঘরের কাউন্টার একটু উচুঁ হওয়া উচিত যাতে রোগীর পক্ষে কোন কিছু
2. রান্না করার পাত্রের হ্যান্ডেল লম্বা ও চওড়া হওয়া উচিত । খাবার পরিবেশন হঠাৎ পিছলে পড়ে না নিতে বা রাখতে সুবিধা হয় । করার থালি বা পাত্রের চারিদিকে একটু উচুঁ গার্ড থাকা দরকার যাতে খাবার
3. রোগী রান্না করার সময় যেন নায়লন বা লম্বা হাতাওয়ালা কোন পোশাক না পরে
4. রান্নাঘরের বেসিনে হাত দিয়ে খোলা বা বন্ধ করার জন্য নল (tap) থাকা দরকার পড়ে না যায় । যাতে স্টোভ থেকে আগুন কাপড়ে না ধরে । ।
Bathroom Environment:
স্নানঘরের পরিবেশের উন্নতি
1. রোগী যেন স্নানঘরের ভিতর থেকে দরজায় তালা বা ছিটকিনি না দেয় ।
2. স্নানঘরের ভিতরে একটা রাবার -ম্যাট থাকা দরকার । কোন কারণে অসাবধানে স্লিপ করে যাতে রোগী না পড়ে য়ায় , সেজন্য রাবার সোলের জুতো পরতে দেওয়া উচিত । সঙ্গে দড়ি বা কর্ড দিয়ে ঝুলিয়ে রাখা উচিত ।
3. স্নান করার সময় যাতে সাবান নীচে না পড়ে , সেজন্য সাবান shower বা নলের
4. রোগীর আরামে বসার জন্য একটা শক্ত টুল রাখা উচিত ।
5. দাঁড়িয়ে স্নান করার জন্য সম্ভব হলে একটা shower-fountain স্নানঘরে লাগান উচিত ।
6. রোগীর জন্য western-style কমোড বা টয়লেট আর তা না হলে চেয়ার টয়লেট এর ব্যবস্থা করা উচিত ।

