What is a stroke?
স্ট্রোককাকে বলে?
ধমনী ব্লক হয়ে গেলে বা ফেটে গেলে যখন ব্রেনে বা মস্তিষ্কে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, তখন বলা হয়ে স্ট্রোক হয়েছে। এর ফলে মস্তিষ্কের প্রভাবিত অংশ পরিমিত অক্সিজেন পায়না যেটা মানুষের বেঁচে থাকার জন্য জরুরী।অক্সিজেনের অভাবে ঐ ক্ষতিগ্রস্ত cell গুলো আর জীবিত থাকতে পারেনা।স্ট্রোকের প্রভাব হঠাৎ হয়, সেজন্য হাঁটা চলা, কথা বলা, দেখা ও অনুভব করা ইত্যাদিতে অসুবিধাহয়।

