Dysphagia Evaluation
Dysphagia এর মুল্যায়ন
গিলে খাওয়ার মুল্যায়নের জন্য ডাক্তার , স্পীচ থেরাপিস্ট (speech-language pathologist),
ডায়টিসিয়ান ও রেডিয়োলোজিস্টের একটা টিম দরকার হয় ।
- রোগীর সহ্য করার মত খাবার (texture)
- যে সব খাবার শ্বাসনালীতে ঢোকে বা ঢোকার সম্ভাবনা থাকে
- এক বারে যতটা পরিমান খাওয়া যায়
- যাতে রোগী খাবার সহজে খেতে পারে সে জন্য রোগীকে বসিয়ে বা হেলান দিয়েখাওয়ানো
- বিকল্প পদ্ধতি যেমন গিলে খাবার সময় মুখের অবস্থান (position) ঠিক মত রাখা

