Don’ts
What Should the Family Avoid Doing?
রোগীর প্রতি রোগীর পরিবারের কি করা উচিত নয় ?
1. রোগীর সামনে তার জন্য দুঃখ প্রকাশ করবেন না । দুঃখ প্রকাশ করলে রোগীর নিজের প্রতি ভরসার অভাব হতে পারে ।
2. যতখন না রোগী নিজে থেকে কিছু প্রকাশ করে বা সেরকম প্রয়োজন হয়, ততখন রোগীর হয়ে কথা বলা উচিত নয় ।
3. রোগীর নিজের থেকে যদি কোন সাড়া (response) না পাওয়া যায়, নিজের থেকে কোন কথা রোগীর মুখে যোগান উচিত নয় । তাতে রোগীর আরও হতাশা বাড়তে
পারে ।
4. যে কাজ রোগী করতে পারেনা, তাকে জোর করে সে কাজ করানো উচিত নয় ।
5. রোগী নিজের কথা সঠিকভাবে যদি না বলতে পারে , তথন রোগীর উপর জোর করে বলালে রোগীর হতাশা আরও বাড়তে পারে ।
6. কোন রোগী যদি অন্যদের সঙ্গে যেভাবেই হোক কথা বলে বা ইঙ্গিত বা লিখিত ভাবে যোগাযোগ করতে চায় , তখন তাকে বাধা দিয়ে হতাশ করবেন না ।
7. রোগীকে তার রোগ সারবেই বলে মিথ্যা আশা যোগাবেন না ।
8. রোগীকে তার আত্মীয় / পরিজনের / বন্ধুদের থেকে দূরে রাখবেন না ।
9. রোগী কাঁদলে তাতে হতাশ হবেন না । কান্না নিজের থেকে আসতে পারে বা আসে ।
10. অন্যদের সঙ্গে কথা বলার সময় ও রোগীকে উপেক্ষা করবেন না ।

